সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে হচ্ছে ‘দৃষ্টিনন্দন অত্যাধুনিক বহুতল টাওয়ার’!
প্রকাশিত হয়েছে : ১১:২৭:১৬,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ১২০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের মানুষের সুস্থ বিনোদনের জন্য নগরীর ধোপাদিঘীর পাড়ে দৃষ্টিনন্দন অত্যাধুনিক একটি বহুতল টাওয়ার নির্মাণ করতে চান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি।
উজবেকিস্তানের টাশকেন্ট শহর থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এমন পরিকল্পনা জানান মন্ত্রী।
যেখানে থাকবে সাধারণ মানুষের হাটার জন্য সুব্যবস্থা,থাকবে সর্বাধুনিক শপিং মল,সবার উপরে থাকবে আধুনিক মানের রেস্তোরাঁ, খাওয়ার-দাওয়ার পাশাপাশি উপর থেকে মানুষ উপভোগ করবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উজবেকিস্তানের টাশকেন্ট শহরে একটি হ্রদের নিকট ৪৫০ মিটারের বেশী উচু একটি দৃষ্টিনন্দন টাওয়ার আছে যা দেখে আমি অভিভূত হয়েছি। আমার বিশ্বাস এ ধরেনের একটি টাওয়ার আমাদের প্রিয় শহর সিলেটে করা সম্ভব। এ ব্যাপারে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।