নবজাতক শিশুকে মারধরের ভিডিও ভাইরাল, আটক মহিলা!
প্রকাশিত হয়েছে : ৩:১০:০০,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ১৭৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শিশুটির বয়স বছর খানেক হবে, তাকে জামা কাপড় পরাচ্ছেন এক নারী, আর জামা কাপড় পারনোর সময় তিনি শিশুটির সঙ্গে যা করেছেন, যেভাবে শিশুটিকে মেরেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিও দেখে ওই নারীর কঠিন শাস্তির দাবি ওঠছে।
জামা পরার সময় এক বছরের শিশুকে এ ভাবে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই নারীকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, জামা পরানোর জন্য বাচ্চাটিকে বিছানায় শুইয়ে নারীটি মেরেই চলছে। জামা পরাতে পরাতেই বাচ্চাটির পেটে এক ঘুষি মারলেন ওই নারী। মার খেয়ে কেঁদেই চলেছে সেই বাচ্চাটি। কিন্তু মহিলার কোনও বিকার নেই। কান্না থামাতে শিশুটির ওপর নির্মম অত্যাচার যেন বাড়িয়ে দিলেন নারীটি।
বাচ্চাকে মারের ধরন দেখে নেটিজেনরা বলছেন, পশুকেও এ ভাবে মারে না। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে ব্যক্তি এই ভিডিও করেছেন তাকে নিয়েও। তিনি কেন ওই নারীর হাত থেকে শিশুটিকে রক্ষা করলেন না। এছাড়া নির্মম নারীটি শিশুর কি হয় তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি।