মানবিক আবেদন: গোলাপগঞ্জের শিশু শিক্ষার্থী সিমা বাঁচতে চায়
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:২৩,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ১৩২৩ বার পঠিত
ইমরান আহমদ :: সিমা বেগম। গোলাপগঞ্জ উপজেলার মানিকোনা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। বয়স ১১-১২ বছর হবে। এই বয়সে সহপাঠীদের সাথে পড়া-লেখা, খেলা-ধুলা বা গল্প-গুজবে থাকার কথা। কিন্তু মরণব্যধি লিভার ক্যান্সারে আজ সে সবকিছু ছেড়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সিমা গোলাপগঞ্জ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামের আব্বাস মিয়ার কন্যা। সিলেট ওসমানী হাসপাতালে প্রথমে চিকিৎসা চললেও অপারেশন প্রয়োজন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে তার অপারেশন হওয়ার কথা রঢেছে। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে ব্যায় বহুল এ অপারেশ করা সম্ভব হচেছনা। এজন্য প্রবাসীসহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন সিমার বাবা আব্বাস মিয়া।
*সাহায্যের জন্য যোগাযোগ করুন (01741-394383 সিমার পিতা), বিকাশ 01782338544 (পারসোনাল)
প্রয়োজনে যোগাযোগের জন্যঃ
# হাওরতলা-আল-মাদানী_পাঠাগারের সভাপতি মাওলানা মুক্তার আহমদ +8801825026604
*জুনেদ আহমদ +8801799748095
*ফাহিম আহমদ 01721020746
*তুহিন আহমদ+8801782338544