মিডল্যান্ডে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের সুধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৩৬,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ৩২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে লন্ডনের মিডল্যান্ড এলাকায় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার নাগরিকদের নিয়ে এক সুধী সমাবেশ রবিবার (১০ জুন) অনুষ্ঠিত হয়।
বার্মিংহামের ৫০২ নম্বর কভেন্টি রোডে পঞ্চখানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সূধী সমাবেশে গোলাপগঞ্জবাসীর এক মিলণমেলা ঘটে। এসময় গোলাপগঞ্জের অতীত ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা, এখানে যুগযুগ ধরে সকলে ভ্রাতৃবন্ধনে বসবাস করে আসছে। ব্রিটেনেও গোলাপগঞ্জবাসীকে একই ছাদের নীচে এনে একটি ঐক্যবদ্ধ প্লার্টফরম তৈরী করে নিজেদের ভাবমূর্তি বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং ইসি সদস্য সৈয়দ নাদির আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমদ বাদশাহ।
সভার শুরুতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য, আদর্শ-উদ্দেশ্য এবং সকল কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান।
সভায় বার্মিংহাম, লেষ্টার, কভেন্টি এলাকায় বসবাসরত গোলাপগঞ্জ এলাকার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা অতি অল্প সময়ে সোশ্যাল ট্রাস্ট প্রবাসী গোলাপগঞ্জবাসীদের কাছে আস্থা এবং জনপ্রিয় একটি সংগঠনে পরিণত হওয়ার জন্য বর্তমান কমিটি এবং সকল সদস্যদের ধন্যবাদ জানান।
ভবিষ্যতে সোশ্যাল ট্রাস্টের সকল কার্যক্রমে সম্পৃক্ত থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন এনামুল হক নেপা, মসুদ মিয়া, আবু তাহের মোহাম্মদ হোসেন, আলমগীর চৌধুরী, ওয়েছ আহমদ, বুলবুল চৌধুরী, জামাল উদ্দিন, মোকাদ্দেম আহমেদ চৌধুরী, মোমিনুল হক চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল লতিফ, ট্রাস্টি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফরহাদ আহমদ, কাজী মোহাম্মদ মিজান, নুরুল ইসলাম সেলিম, মাসুম আহমেদ, সায়েদুল ইসলাম রুহেল, আজিজুর রহমান, কামাল আহমদ ময়নু, ইফতেখার আহমদ চৌধুরী জামিল প্রমুখ।
সভায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত ব্রিটেনে গোলাপগঞ্জ হাউস ক্রয়ের যুক্তিকথা তুলে ধরেন সবাইকে সোশ্যাল ট্রাস্টের সদস্যের পাশাপাশি গোলাপগঞ্জ হাউসেরও সদস্যপদ গ্রহণের অনুরোধ করেন। তিনি ব্রিটেনে গোলাপগঞ্জের ভাবমূর্তি তৈরি করতে দ্বিধা-দ্বন্দ ভুলে সবাইকে একহয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দদের মধ্যে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন গৌছ, গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল বাছির, সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিয়াব উদ্দিন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান শানুর, বোর্ড মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য জাকির হোসেন, সাদেক আহমদ এবং কবির আহমদ বাদশা প্রমুখ।
নেতৃবৃন্দরা ভবিষ্যতে বার্মিংহাম এলাকায় সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করে বলেন, সোশ্যাল ট্রাস্ট শুধুমাত্র লন্ডনে নয়, আমরা ধারাবাহিকভাবে বার্মিংহাম সহ যে সব এলাকায় গোলাপগঞ্জবাসী রয়েছেন সেখানে অনুষ্ঠান আয়োজন করতে চাই। বক্তারা আগামী ২৮ জুলাই গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল উদযাপন সাফল্য করতে হলে মিডল্যান্ড এলাকায় বসবাসরত গোলাপগঞ্জবাসীরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।।
সভায় বিপুল সংখ্যক সংখ্যক গোলাপগঞ্জবাসী সোশ্যাল ট্রাস্টের সদস্যপদ গ্রহন করেন।