সিলেটে রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোয় একজন আটক
প্রকাশিত হয়েছে : ১:৫৫:০০,অপরাহ্ন ১১ জুন ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের খাদিমনগর থেকে ১ জনকে আটক করেছে র্যাব-৯। আটককৃত ব্যক্তি মো. জুয়েল আহমদ (৩২)। তিনি শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার মৃত আব্দুল নূরের ছেলে।
সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে মঙ্গলবার (১১ জুন) র্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার, পোস্ট করাসহ রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, আটককৃত খালেদ দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে¡ খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।