লন্ডন বার্কিং কাউন্সিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ৩:০২:০০,অপরাহ্ন ১০ জুন ২০১৯ | সংবাদটি ২৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: লন্ডনে বাঙালি অধ্যুষিত বার্কিং কাউন্সিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
রোববার বার্কিং কাউন্সিলের দ্য পাস গার্ডেনস নামের ঠিকানায় অবস্থিত একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত ঘটে।
বাংলাদেশ সময় রাত ১১টায় পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসা কয়েক হাজার বাংলাদেশি বার্কিং এলাকায় বসবাস করেন। কিছু ব্রিটিশ বাংলাদেশি পরিবারও ওই এলাকার কাউন্সিলে বাস করেন। তবে বার্কিং এলাকার যে ভবনে আগুন লেগেছে সেখানে কোন বাংলাদেশি থাকেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে পার্শ্ববর্তী কয়েকটি ভবনে অনেকগুলো বাংলাদেশি পরিবার বসবাস করেন। সেখানে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েকটি ওয়্যারহাউস ও ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে।