বিশ্বকাপ ব্যস্ততার মধ্যেও ইংল্যান্ডে চলছে রাজনৈতিক টানাপোড়েন!
প্রকাশিত হয়েছে : ৮:২০:৫৭,অপরাহ্ন ০৯ জুন ২০১৯ | সংবাদটি ২৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর চলছে ইংল্যান্ডে। তবে দেশটির এমন ব্যস্ততার মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন চলছে৷ ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে৷ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেও এখনই তার দায়িত্ব চলে যায়নি৷
টেরিজা মে পদত্যাগ করেছেন শুক্রবার৷ তারপর থেকেই ব্রিটেনে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি নতুন মুখ খুঁজতে শুরু করেছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন টেরিজা।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কনজারভেটিভ দলের ১১ জন সাংসদের মধ্যে শুরু হয়েছে দলের প্রধান পদ পাওয়ার লড়াই৷ যিনি জয়ী হবেন তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন৷ জুলাইয়ের চতুর্থ সপ্তাহে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ততদিন পর্যন্ত টেরিজা মে দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন৷
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকা কনজারভেটিভ সাংসদদের যে কেউ দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নামতে পারেন৷ সেক্ষেত্রে তাদের প্রয়োজন ৮ জন এমপির সমর্থন৷ গোপন ভোটে হবে সেই বাছাই প্রক্রিয়া৷ তারপর হবে আবার বাছাই৷ সবশেষে দু’জন হবেন চূড়ান্ত প্রার্থী৷ তাদের মধ্যে কে বেশি উপযুক্ত সেটা নির্ধারণ করবেন বাকি সদস্যরা৷ যিনি চূড়ান্ত নির্বাচিত হবেন তিনিই ব্রিটিশ প্রধানমন্ত্রী৷