কারাগারে আদালত, প্রত্যাহারে খালেদার রিট
প্রকাশিত হয়েছে : ১১:২৫:০৭,অপরাহ্ন ২৬ মে ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
রবিবার (২৬ মে) বিএনপি চেয়ারপারসনের আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। তিনি আদালতে খালেদার পক্ষে শুনানিতেও অংশ নেন।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানির জন্য সোমবার (২৭ মে) দিন ধার্য করেছেন আদালত।
আইনজীবী কায়সার কামাল বলেন, গত ২১ মে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয় সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছি। ওই নোটিশের কোনও উত্তর পায়নি, তাই রিট দায়ের করেছি।
খালেদা জিয়ার আইনজীবীর পাঠানো ওই নোটিশের দাবি, গত ১২ মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৩৫ অনুচ্ছেদের স্পষ্ট বলা আছে, যেকোনও বিচারকাজ উন্মুক্তভাবে চলতে হবে। সে অনুযায়ী কারাগারের ভেতরে এক কক্ষে উন্মুক্তভাবে বিচারকাজ চলতে পারে না। তাই আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি সংবিধানবিরোধী। কোথাও কোথাও আদালত স্থানান্তরের কথা ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট বলা আছে। তবে কারাগারে আদালত স্থাপনের কথা বলা নেই।