সিলেটে সুবিধা বঞ্চিত শিশুরা পাচ্ছে ‘দুই টাকায়’ ঈদের খুশি
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:১৫,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৭৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুবিধা বঞ্চিত বা পথ শিশুরা ঈদের খুশি কি তা হয়তো কখনও অনুভব করতে পারেনি। তারা মনে করে আমাদের আবার কিসের খুশি, কিশের আনন্দ। তাই এবার সিলেটের এসব বঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ উপভোগ করাতে ‘দি হেলপিং উইং’ সামাজিক সংস্থা আয়োজন করছে ‘দুই টাকায় ঈদের খুশি’ ব্যতিক্রমী এক ঈদ আন্দন। প্রায় দুই শতাধিক বঞ্চিত শিশুদের নিয়ে ঈদের পর পরই আগামী ১২ জুন ঘুরতে যাওয়া হবে পার্কে।
শুধু পার্কেই ঘুরেই শেষ নয়, ২ টাকার বিনিময়ে বঞ্চিতদের জন্য থাকবে নতুন জামা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা। এছাড়া দিনশেষে প্রত্যেক শিশুর জন্য থাকবে একটি করে খেলনা উপহার।
এ সংস্থার মাধ্যমে ইতোমধ্যে নগরীতে বঞ্চিতদের জন্য ২ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
দি হেলপিং উইং এর ব্যবস্থাপনা পরিচালক গালিব হোসেন চৌধুরী ‘আমাদের প্রতিদিন’কে জানান, আমরা বড়পরিসরে এ আয়োজন করতে চাই। এজন্য ঈদের আগে তা সম্ভব হচ্ছে না। ঈদের পরপরই তাদের নিয়ে ঘুরতে যাওয়া হবে। মাত্র দুই টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুকে কিনে দেওয়া হবে নতুন জামা, তাদের নিয়ে ঘুরতে যাওয়া হবে সিলেটের যেকোনো একটি পার্কে।
তিনি বঞ্চিত শিশুদের পাশে দাড়াতে এবং আগামী ১২ জুনের এ আয়োজনকে সফল করতে প্রবাসীসহ সিলেটের সর্বস্তরের মানুষকে জামা-কাপড় বা অনুদান দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন।
সহযোগিতাকারীরা ০১৭১১৩৭৯৩৩৪ (বিকাশ) ও ০১৩০৯৬২৬৪৩৭ নম্বরে যোগাযোগ করতে সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।