রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই অভিযান
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৫১,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৩৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রমজানে নগরীর রাস্তা-ঘাট যানজট ও হকারমুক্ত করতে গত কয়েকদিন থেকেই রাস্তায় নামেন সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। নগরীর সব রাস্তায়ই তাঁর এ অভিযান চলে। ত৭ার এ অভিযান সফলও হয়েছে।
প্রতিবন্ধকতা সৃষ্টি হলেই অভিযান এমন স্লোগানে এই পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবারও রাস্তায় ছিলেন। তার সাথে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অন্য কর্মকর্তারাও ছিলেন রাস্তায়।
কখনও মোটরসাইকেলে, কখনো পায়ে হেঁটে চলে অভিযান। যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেখানেই ট্রাফিক বিভাগ অভিযান চালাবে। এসব নানা স্লোগান বা ঘোষণা মাইকে দিয়েই চলেছেন ফয়সল।
বুধবারও ফয়সল মাহমুদের নেতৃত্বে বেলা ১২টায় নগরের আম্বখানা থেকে হাউজিং এস্টেট, দরগা গেইট, খাসদবির রোড, শাহী ঈদগাহ রোড পযর্ন্ত অভিযান ও পথসভা পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়ে ফয়সাল মাহমুদ বলেন, যেখানে রং পাকিং, রাস্তার উপর অবৈধ দোকানপাট, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা সেখানে অভিযান চালাবে ট্রাফিক বিভাগ।