নুরুল ইসলাম ওলীপুরীর ভূয়া মৃত্যু সংবাদে বিভ্রান্তি
প্রকাশিত হয়েছে : ১২:১৭:২৬,অপরাহ্ন ১২ মে ২০১৯ | সংবাদটি ১৪৫৬ বার পঠিত
ইমরান আহমদ:: আন্তর্জাতিক মোফাসিসরে কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীর ভূয়া মৃত্যু সংবাদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে কে বা কারা ফেসবুকে ছড়িয়ে দেয় নুরুল ইসলাম ওলীপুরী মারা গেছেন। মুহুর্তের মাঝে সংবাদটি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। এমন সংবাদে শুরু হয় সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ। সংবাদের সত্যতা নিশ্চিতে চারদিকে শুরু হয় ফোন। প্রথমে সংবাদ শুনেই আতকে উঠেন সবাই।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির অন্যতম অভিভাবক, রাউজান গহিরা এফ.কে. জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার আলকাদেরী শনিবার (১১ মে) ইফতারের পর চট্টগ্রাম পাচঁলাইশস্থ পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন।
আর উনার মৃত্যুর পর অনেকে মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী ইন্তেকালের ভূয়া সংবাদ ছড়িয়ে দেয়। এ ভূয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য ওলীপুরীর সাথে থাকা একজন ফেসবুকে জানান, ওলীপুরী সুস্থ আছেন। যা ছড়ানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা।
এছাড়া ওলীপুরী সুস্থ আছেন জানিয়ে ওলীপুরী মিডিয়ার পক্ষ থেকেও একটি পোস্ট লেখা হয়েছে। পোস্টে বলা হয়েছে কারা প্রতারণা করছে, ওলীপুরী সম্পুর্ণ সুস্থ আছেন এবং শনিবার সুস্থ অবস্থায় তারাবীর নামাজ মসজিদে আদায় করেছেন।