শ্রীলঙ্কায় বোমা হামলা: বেড়াতে গিয়ে শিশুসহ দুই বাংলাদেশী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৩:০৪:১৪,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় শিশুসহ দুই বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রবিবার দুপুরে সেগুনবাগিচায় তার দপ্তরে ডাকা ব্রিফিংয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়া চারজনের এক পরিবারের দুই সদস্য নিখোঁজ রয়েছেন।
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিষ্ফোরণ পরিস্থিতি জানাতেই এই সংবাদ ব্রিফিং ডাকা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান ব্যক্ত করে এ ঘটনার তীব্র নিন্দা জানান একইসঙ্গে শ্রীলঙ্কার জনগণের পাশে বাংলাদেশ আছে তাও উল্লেখ করেন।
ওই দুইজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি প্রতিমন্ত্রী । তিনি বলেন, ওই দুইজনের খোঁজে কলম্বোর হোটেল ও হাসপাতালগুলোতে খোঁজ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, চারজন বাংলাদেশির একটি দল কলম্বো গিয়েছিল টুরিস্ট হিসেবে। তাদের মধ্যে দুজন ঠিকঠাক থাকলেও একটি শিশুসহ দুজনের খোঁজ পাওয়া যায়নি।
উল্লেখ্য, রবিবার সকালে শ্রীলঙ্কায় ধারাবাহিক সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এই হামলা চলানো হয়। আজ সকালে রাজধানী কলম্বোর কয়েকটি হোটেল ও তিনটি গির্জায় ৬টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এই বিস্ফোরণে কেঁপে ওঠে লঙ্কা। এতে এখনও পর্যন্ত ১৫৬জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।