সিলেটে ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইজতেমা
প্রকাশিত হয়েছে : ৩:১১:১৫,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে তিনদিনের ইজতেমা ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ ইজতেমা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
এতে বিদেশি ছাড়াও কাকরাইলের নিজামুদ্দীনের মুরব্বীরা বয়ান পেশ করবেন। সিলেট জেলা ইজতেমা ইন্তেজামের পক্ষে জেলা আমীর (আহলে শুরা) সুয়েজ আফজল খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের অনুরোধ করছি।
এর আগে দীর্ঘ ৩২ বছর পর ২০১৬ সালের ২৯ দিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউপির বাইপাস সড়কের পাশের মাঠে বিশ্ব ইজতেমা হয়েছিল। ওই ইজতেমায় দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এরপর সিলেটে বৃহৎ পরিসরে জেলা পর্যায়ের ইজতেমা হয়নি।