বিয়ের আসর থেকে ভোটকেন্দ্রে নবদম্পতি!
প্রকাশিত হয়েছে : ২:১০:৪৫,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৬০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ে সেরেই নবদম্পতি সোজা হাজির হলেন নির্বাচনী বুথে। কনের পরনে তখনও লাল লেহেঙ্গা। জমকালো শেরওয়ানিতে সেজেছেন বরও। আর এই বেশেই সোজা ভোটের বুথে হাজির হলেন নবদম্পতি। উদ্দেশ্য একটাই। নিজেদের গণতান্ত্রিক এবং নাগরিক অধিকার বজায় রেখে ভোট দেওয়া। আর তাই বিয়ের পিঁড়ি থেকে সোজা ভোটের বুথে হাজির হলেন তারা।
দ্বিতীয় দফায় ভারতের জম্মু ও কাশ্মীরের দু’টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । একটি শ্রীনগর এবং আর একটি উধমপুর কেন্দ্র। এই উধমপুর কেন্দ্রেই এ দিন দেখা গেল নবদম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিঞা-বিবির ছবি। দম্পতি জানিয়েছেন, ভোট দেওয়া তাঁদের নাগরিক অধিকার। তবে ভোটের দিনেই বিয়ে হয়েছে তাঁদের। তাই দেরি না করে বিয়ে সেরে হাতে ভোটিং স্লিপ নিয়ে একবারে বুথেই হাজির হয়েছেন স্বামী-স্ত্রী।
সংবাদসংস্থা এএনআইকে ওই যুবক জানিয়েছেন, “একটা বিয়ে হতে অন্তত দু থেকে তিনদিন সময় লাগে। সেখানে ভোট দিতে সময় লাগে মাত্র দশ মিনিট। ভোট দেওয়া আমাদের অধিকার। তাই বিয়ের সেরে ভোট দিতেই এসেছি।” তিনি আরও বলেন, “ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভোট দিয়েই আমরা আগামী পাঁচ বছরের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচন করব। যদি আমরা ভুল করি, ভোট না দিই তাহলে দোষটা আমাদের। নেতাদের নয়।” স্বামীর কথাতেই সমর্থন জানিয়েছেন সদ্য বিবাহিতা তরুণী। তাঁর কথায়, “সুস্থ গণতন্ত্রের জন্য ভোট দেওয়া অবশ্যই দরকার। দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সবারই উচিত ভোট দেওয়া।”