শপথ নিলেন সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১৭ উপজেলার নবনির্বাচিতরা
প্রকাশিত হয়েছে : ৭:০৪:২৯,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৯ | সংবাদটি ২৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক::শপথ নিয়েছেন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১৭ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার নির্বাচিতরা ও বিকেলে হবিগঞ্জ জেলার ৮ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
সকাল ১১টায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৯ উপজেলার ৯ চেয়ারম্যান এবং ১৭ জন ভাইস চেয়ারম্যান শপথ নেন। ফলাফল ঘোষণা না হওয়ায় সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিতে পারেননি।
শপথগ্রহণ করেন- সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল, ছাতক উপজেলায় চেয়ারম্যান মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান ডা. মো. আব্দুর রহিম, দিরাই উপজেলায় চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, শাল্লা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ও ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনসহ ভাইস চেয়ারম্যানরা।
এরপর বেলা ৩টায় হবিগঞ্জ জেলার ৮ উপজেলার ৮ চেয়ারম্যান এবং ১৬ জন ভাইস চেয়ারম্যান এ সময় শপথ নেন। হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ জন ও ৪জন স্বতন্ত্র বিজয়ী হয়েছিলেন।
লাখাই উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, আজমিরীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলার আবুল কাশেম, চুনারুঘাট উপজেলার আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ সদর উপজেলার মোতাচ্ছিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলার ফজলুল হক সেলিম, বাহুবল উপজেলার সৈয়দ খলিলুর রহমান, মাধবপুর উপজেলার সৈয়দ মোহাম্মদ শাহজাহান সহ এসব উপজেলার ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১০ মার্চ এই দুই জেলার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।