সেই চালক আটক
প্রকাশিত হয়েছে : ১২:১৫:২০,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াশিম হাসনাতকে (২১) চাপা দেওয়া সেই বাসের চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক জুয়েল আহমদ (২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে। তবে এ ঘটনায় তার সহকারি এখনও পলাতক রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মৌলভীবাজারের শেরপুরে বাস চাপায় তার মৃত্যু হয়। ওয়াসিমকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা।
নিহত ঘোরি মো. ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরি মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির পুত্র।