দিনমজুর আব্দুশ শহিদের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:৫৮,অপরাহ্ন ২২ মার্চ ২০১৯ | সংবাদটি ২৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক দিনমুজুরের গলিত লাশ উদ্ধার করেছে পুুলিশ। নিহত দিনমজুর উপজেলার লক্ষ্মীপাশা ইউপির নিমাদল পূর্বপাড়া গ্রামের মৃত দাই মুল্লার পুত্র আব্দুশ শহিদ (৪৫)। শুক্রবার (২২ মার্চ) দুপুরে নিমাদল গ্রামের একটি খাল থেকে উদ্ধার করা হয়। আব্দুশ শহিদ গত ১৯ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে পাশ্ববর্তী বাড়ির শানু মিয়া নামে একজনের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে আব্দুশ শহিদের। নিখোঁজ হওয়ার দিন সকালে শানু মিয়া জমি সংক্রান্ত আলাপ করতে ডেকে নিলে আর ফেরেননি।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় একটি পুকুরের পাশের খালে লাশ দেখতে পান এক মহিলা। এসময় তিনি স্থানীয়দের জানালে খবর দেয়া হয় থানা পুলিশকে। পুলিশ ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করলে সনাক্ত করেন নিখোঁজ আব্দুশ শহিদের পরিবার। দিনমজুর আব্দুশ শহিদ ৩ পুত্র ২ কন্যা সন্তানের জনক।
ক্ষতবিক্ষত আব্দুশ শহিদের লাশ পরনের কাপড় দেখে সনাক্ত করেন তার পরিবার ও আত্মীয় স্বজন। তাদের দাবি জমির বিরোধেই শানু মিয়া ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকান্ড বলে ধারনা করলেও ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কিছু বলতে পারছেন না বলে জানান গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইচার্জ একেএম ফজলুল হক শিবলি।