আগামী ২৩ সেপ্টেম্বর আমীর উদ্দিন সাদেক স্মরণে লন্ডনে শোকসভা
প্রকাশিত হয়েছে : ১২:৩১:২৮,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ১২৩০ বার পঠিত
প্রবীণ রাজনীতিবিদ আমীর উদ্দিন সাদেক স্মরণে লন্ডনে শোকসভা অনুষ্ঠিত হবে। এই শোকসভার আয়োজন করছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নিবাসী আমির উদ্দিন ছাদেক একজন শিক্ষানুরাগী ছিলেন। তিনি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য গত ২৭ আগষ্ট সোমবার বাংলাদেশ সময় রাত ১০ ঘটিকায় সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমীর উদ্দিন সাদেক।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদ্যপ্রয়াত আমীর উদ্দিন সাদেক স্মরণে আগামী ২৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১.৩০ ঘটিকার সময় পূর্ব লন্ডনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরী।