আগামী ৩০ জুলাই গোলাপগঞ্জের কৃতিসন্তান ফখরুল ইসলামের সহিত মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৬:২৩:০৬,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
আগামী ৩০ জুলাই সোমাবার সন্ধ্যা ৭ঘটিকার সময় পূর্ব লন্ডনের জান্নাহ গ্রিল রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের কৃতিসন্তান জনাব ফখরুল ইসলামের সহিত ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকলের উপস্থিতির জন্য আহ্বান জানানো হয়েছে।
জনাব ফখরুল ইসলামের পরিচিতি :
ফখরুল ইসলাম বর্তমান গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট (উছপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আবদুল রহমান।
ফখরুল ইসলামের শিক্ষাজীবনের হাতেখড়ি তার নিজগ্রাম বারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রাচ্যর অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি ১৯৮২ সালে অর্থনীতির উপর মাস্টার্স সম্পন্ন করেন।ফখরুল ইসলাম ১৯৮২ সালে ফেন্সুগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে বিসিএস সম্পন্ন করে ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে নোয়াখালীতে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে রাঙামাটি সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, ১৯৯২ সালে কুমিল্লা বুড়িচং এবং ১৯৯৩ সালে টাঙ্গাইলে একই পদে দায়িত্ব পালন করেন। পরে ফরিদপুর জেলা এবং কুমিল্লা জেলায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে তিনি দায়িত্ব পালন করে ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। ফখরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ২০০২ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক এবং পরে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০১০-২০১২ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে ২০১৩ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব হিসেবে যোগদান করে ২০১৫ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ১ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
সভার স্থান @ Jannah Grill, 352 Bethnal Green Road, London E2 OAH
Time: 7.00 PM
Date : 30 July 2018.
#
(এখনো জনাব ফখরুল ইসলাম সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে বিস্তারিত লিখব – আনোয়ার শাহজাহান)