লন্ডনে সদ্যপ্রয়াত অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:০৫:০০,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৮ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
২৩ জুলাই সোমবার বিকাল ৭ঘটিকার সময় পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সদ্যপ্রয়াত নীলোৎপল বড়ুয়া স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা বলেন, নীলোৎপল বড়ুয়া স্যার কলেজ প্রতিষ্ঠাসহ ৩ যুগেরও বেশি সময় অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মজীবনে তিনি সর্বদা সততাকে পুজি করে সাদাসিদে জীবন যাপন করেছেন। তাঁর জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
সার্বজনীন নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক কমর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়কদ্বয় মাহমুদুর রহমান শানুর ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতক্রমে অধ্যক্ষ নীলোৎপল বড়ুয়া স্যারের অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের একটি ভবনের নাম তাঁর নামে করার পাশাপাশি নীলোৎপল বড়ুয়া স্যারের প্রতিকৃতি দিয়ে একটি মুরাল অধ্যক্ষের ভবনের পাশে স্থাপন করারও দাবী জানান।
শোক সভায় নীলোৎপল বড়ুয়া স্যারের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক তছউর আলী, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার উপদেষ্টা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান আহমদ চৌধুরী, আতাউর রহমান আঙ্গুর মিয়া, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, রাজনীতিবিদ শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা আবজল হোসেন, লেখক ও গীতিকবি রুহুল আমিন রুহেল, সাবেক ছাত্রনেতা আহমদ হোসেন খান শামীম, সাবেক ছাত্রনেতা ও গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সভাপতি তমিজুর রহমান রন্জু, বিশিষ্ট সমাজসেবী ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মনোয়ারা উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি, ইয়ামীম রুহুল দিদার ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, বাংলাভাষী অনলাইন পোর্টাল এর সম্পাদক অলিউর রহমান খান, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ শাহান, সাংবাদিক আনোয়ার শাহজাহান, সাবেক এজিএস আব্দুল বাছির, সাবেক জিএস রোমান আহমদ চৌধুরী, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তারেকুর রহমান ছানু, সাবেক ভিপি তৌফিক আহমদ টিটু, সাবেক জিএস সায়াদাত সায়েম, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামিম আহমদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোকন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার প্রাক্তন সভাপতি দিলওয়ার হোসেন লেবু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সহ-সভাপতি দিলওয়ার হোসেন, কমিউনিটি একটিভিষ্ট ইকবাল আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা হেলাল আহমদ, প্রাক্তন ছাত্রনেতা সুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্রী জোসনা পারভীন, গোলাপগঞ্জ ট্রাস্টের সদস্য আসাদ উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ সেলিম আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম কাসেম, রেদওয়ান হোসেন রেজা, সুহেল আহমদ, বাবুল আহমদ, আব্দুল মুহিত, কামরুজ্জামান কামরান প্রমুখ।
২৩।০৭।২০১৮
@আনোয়ার শাহজাহান