ব্রিটিশ হাউজ অব পার্লামেন্ট বেড়াতে গোলাপগঞ্জ ট্রাস্টের মহিলা সদস্যরা
প্রকাশিত হয়েছে : ৯:০০:০৮,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯ | সংবাদটি ১৫৭৮ বার পঠিত
গত ১৭ জুলাই মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টের কার্যক্রম এবং পার্লামেন্টের ভিতরের ঘুরে দেখতে গিয়েছিলাম গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের মহিলা সদস্যরা। গোলাপগঞ্জ ট্রাস্টের আহবায়ক ড. রেণু লুৎফার নেতৃত্বে ঐ দলে সংগঠনের মহিলা সদস্যদের মধ্যে আরো যারা অংশগ্রহণ করেন তারা হলেন – জেনিফার সারোয়ার লাস্কমী, নাসরিন শাহজাহান, সেলিনা বাছিত, পারভিন আক্তার, মনোয়ারা বেগম, আব্দুন আইশা, শারমিন খান, রহিমা আক্তার লিজা, দিনা হোসেন, রিতা বিশ্বাস, বর্ণালী চক্রবর্তী, ফারজানা ইসলাম, আছমা বেগম, নাজমা আহমদ, সুলতানা রাজিয়া প্রমুখ।
উল্লেখ্য গোলাপগঞ্জ ট্রাস্ট প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের মহিলা ও ছেলেমেয়েদের কমিউনিটির কর্মকান্ডে বেশি করে সম্পৃক্ত করতে। এরই অংশ ছিল ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টে ট্রাস্টের মহিলা সদস্যদের ভ্রমণ।
আগামী সেপ্টেম্বর মাসে প্রথমবারের মত ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের মহিলা ও শিশুদের নিয়ে একটি মা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে শুধুমাত্র মহিলা ও ১০ বছরের নিচের শিশুরা অংশ গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি হলেও অনুষ্ঠানে উপস্থিত হতে হলে মহিলা ও শিশুদের আগে রেজিস্ট্রেশন করে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
ঐ অনুষ্ঠানে মহিলা ও শিশুদের জন্য থাকবে বিভিন্ন রকমের অনুষ্ঠান।
@ Golapganj Trust (UK)