বিশ্বনাথ খান বাড়ী আল মাদিনা মসজিদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:২৪:০০,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৭ | সংবাদটি ২১৪৩ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ খানবাড়ী আল মাদিনা জামে মসজিদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর মসজিদ সংলগ্ন মাঠে বিকাল ৪ টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম ইউ.কে।
আজমল খান ও মুফতি আব্বাস ইবনে ইদ্রিছ খান’র যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শায়েখ নুরুদ্দিন মঈজপুরী হুজুর, মুফতি রফিকুল ইসলাম ঢাকা, গহরপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ, ইসলামী গবেষক ও লেখক প্রফেসর শফি আহমদ।
বক্তব্য দেন লন্ডন দারুল হুদা ও সিলেট আল মাদিনার প্রতিষ্ঠাতা শায়েখ মুফতি আব্বাস ইবনে ইদ্রিস, শায়েখ মাহমুদুর রহমান মাজর গাঁও, আল মাদিনা জামে মসজিদের ইমাম মাওলানা তুফায়েল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম খান, সাঈফ খান অমি, ফাহিম খান, আব্দুল মজিদ খান, হাজী মফিক মিয়া, আনছার আলী, কামাল আহমদ মাছুম, মীর মুজাম্মিল হোসাইন, সবুজ আহমদ প্রমুখ।
আন্তর্জাতিক এ সম্মেলনে কলরব শিল্পি গোষ্ঠি সংগীত পরিবেশন করার জন্য চুক্তি করেও না আসায় আয়োজকদের মাঝে অসন্তুষ দেখা দেয়। তবে ভোরের আলো শিল্পিগোষ্ঠির কন্ঠে ইসলামী সংগীত পরিবেশন সম্মেলনকে মনমুগ্ধকর করে তুলে। সম্মেলনটি ইউটিউবের দারুল হুদা চ্যানেল, ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হয়।