আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে তারেকুর রহমান ছানু সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২:১৭:৪৩,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৭ | সংবাদটি ১৩১৮ বার পঠিত
গোলাপগঞ্জের ধারাবহরে মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুর রহমান ছানুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলণায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় সংবর্ধিত অতিথি বলেন, শিক্ষা ক্ষেত্রে দেশ আগ থেকে অনেক এগিয়েছে। জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিক্ষার্থীরা আগ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি তখন এরকম সুযোগ সুবিধা ছিলনা, রাস্তাঘাটও তেমন ভাল ছিল না। নদী পাড়ি দিয়ে পায়ে হেটে অনেক দুর গিয়ে পড়ালেখা করতে হতো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদেরকে ভাল করে পড়তে হবে। তোমারা হবে দেশের ভবিষ্যত। তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের ধারাবাহিক সফলতা শুনে মুগ্ধ হন এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহান, শিক্ষক শিক্ষিকা, পরিচালনা কমিটি, অভিভাবকসহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। এ বিদ্যালয় প্রতিষ্ঠা করে আনোয়ার শাহজাহান শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন এজন্য তিনি দেশবিদেশে প্রশংসা কুড়াচ্ছেন। শুধু দেশে নয় বিদেশেও আনোয়ার শাহজাহান প্রবাসীদের পক্ষে কাজ করে যাচ্ছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহবাব হোসেনের পরিচালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র স্টাফ রিপোর্টার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ইমরান আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম। মারজান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মিটু কান্তি দেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ওয়েমেন্স মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী তাহমিনা রহমান খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার হোসেন, লোপা বেগমসহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে অনুদান প্রদান করে বিদ্যালয়ের দাতা সদস্য হন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।