বীর মুক্তিযোদ্ধা তেরা মিয়ার মৃত্যুতে আমাদের গোলাপগঞ্জ”র শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:৪০,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৭ | সংবাদটি ৬৫৩ বার পঠিত
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি সুনামপুর মাদ্রাসার সভাপতি ও সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা তেরা মিয়া (৬৮) গত ২৯ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় বিপুল সংখ্যক শোকাহত জনতার উপস্থিতিতে রাষ্ট্রীয় মার্যাদার সাথে সুনামপুর শাহী ঈদগাহ ময়দানে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার ইমামতি করেন তাঁহার ছোট ছেলে হাফিজ নাছিম আহমদ। জানাযার পর মরহুমের লাশ সুনামপুর কররস্থানে দাফন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এস,এম, আব্দুর রহিম, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিক উদ্দিন, মুক্তিযোদ্ধা আছমান আলী, মুক্তিযোদ্ধা ইরমান আলী, মুক্তিযোদ্ধা ছায়াদ আলী, মুক্তিযোদ্ধা হাবিব আলী, ইউপি সদস্য মো: সেলিম আহমদ ও আব্দুল করিম কাসিমী, ইউপি সচিব মোস্তাফিজুর রব, আজ্জাদ আলী প্রমুখ।
এ দিকে বীর মুক্তিযোদ্ধা তেরা মিয়ার মৃত্যুতে
তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছে আমাদের গোলাপগঞ্জ।