বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের মৃত্যুতে শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৯:০৫:০৭,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৭ | সংবাদটি ১৪২০ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদ, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আব্দুল কাদির (মহরির) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সহ- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, বাঘা ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোশিয়েশন ইউকের যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা মিসবাহ মাসুম। এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল কাদির সাহেবের মৃত্যুতে বাঘাবাসী একজন অবিভাবককে হারালো। তিনি দীর্ঘদিন বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর পূর্ব পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের এক নিবেদিত প্রাণ, একজন দক্ষ সংগঠক ও রাজনীতিবীদ হিসাবে বাঘা ইউনিয়নে হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের কর্মী গড়ে তুলেছেন। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিককে হারালো। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সম্ভন্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।