ব্রিটেনের নিউক্যাসল শহরে ইদের নামাজ পড়তে আসা মুসল্লিদের উপর গাড়ি তুলে দেয়ায় ৬ জন আহত
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৫১,অপরাহ্ন ২৫ জুন ২০১৭ | সংবাদটি ২৫৬৭ বার পঠিত
-
এ এন এম ইছা, নিউক্যাসল থেকে : ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ইদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ার পর একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চাপায় ৬ জন জখম হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর।
ব্রিটেনের নিউক্যাসল শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ইদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ার পর ৪২ বছরের একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাড়ি চাপায় ৬ জন জখম হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, এখন পর্যন্ত তাদের তাদের ধারণা এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নামাজ শেষে ঐ মহিলা তার গাড়িতে উঠে যাবার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে তার কাছে মনে হয়েছে।
ইদের নামাজের জন্য শত শত মুসলিম ঐ স্পোর্টস সেন্টারে জড় হয়েছিলো। “ঘটনার পর ভীষণ আতঙ্ক তৈরি হয়। সবাই চিৎকার করছিলো।”
হাসপাতালে নেওয়া আহত ছয়জনের মধ্যে তিনজন শিশু। একজনের অবস্থা গুরুতর।
গত সপ্তাহে লন্ডনে এক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার পর থেকে মসজিদগুলোর বাইরে পুলিশ নজরদারি বাড়িয়েছে।