পর্তুগালে সিলেট প্রবাসীদের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৫৫,অপরাহ্ন ২১ জুন ২০১৭ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
পর্তুগালে অবস্থানরত বৃহত্তর সিলেট প্রবাসীদের সংগঠন ‘বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগাল’-এর উদ্যোগে লিসবনের মাতৃম মনিজের রুয়া দো বেনফরমোসোর কাজা দা কাবিলা হল রুমে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট পর্তুগালের সভাপতি শাজাহান আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি শহিদুর রহমান শহীদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর, সহ সভাপতি আবুল কালাম আজাদ, পর্তুগাল বিএনপির সহ সভাপতি কাজী এমদাদ, বিয়ানিবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পর্তুগাল ছাত্রলীগের সভাপতি রনি হোসেইন, সাধারণ সম্পাদক শিপলু আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মুহিবুর রহমান মতিক, আলম, জ্যাকসন, মামুন, আমিনুল, আদর, ছালেক, কবির, এমরান, সায়েক, জুবের মিজান, রানা, দেলোয়ার, সুমন সহ বৃহত্তর সিলেট জেলার পর্তুগাল প্রবাসী সহ পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসী ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন লিসবন বায়তুল মোকারম মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ হাসান।