পবিত্র রামাদান মাসে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের ১০ লক্ষ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:০৯:০১,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৪ | সংবাদটি ৬৬৩ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় ১০ লাখ বিতরণ করেছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
সংস্থার পক্ষ থেকে গত ৪ এপ্রিল ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই অর্থ প্রদান করা হয় এলাকার প্রতিনিধিদের কাছে।
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ রেজাউল আমিনের সভাপতিত্বে এবং ইসি মেম্বার জোবায়ের সিদ্দিকীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকের প্রেসিডেন্ট নুর উদ্দিন শাহনুর মিয়া সহ বিভিন্ন গ্রামের প্রতিনিধি।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সকল গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে গরীব অসহায় লোকদের রামাদান উপলক্ষে নগদ টাকা বিতরণের দায়িত্ব দেয়া হয় সংস্থার মনোনীত প্রতিনিধিদের। এ সময় উপস্থিতছিলেন, কানিশাইল গ্রামের ময়নুল ইসলাম, মোহাম্মদ খসরু ও রিপন চৌধুরী, দত্তরাইল গ্রামের আতাউর রহমান উতু মিয়া, আনোয়ার মিয়া ও শায়েখ আহমদ, রায়গড় গ্রামের আনোয়ার হুমায়ূন, নগর গ্রামের নুর উদ্দিন শানুর মিয়া ও লকু মিয়া, বারকোট গ্রামের জোবায়ের সিদ্দিক ও ইসলাম উদ্দিন, শীলঘাট গ্রামের হানু হোসেন চৌধুরী, ধারাবহর গ্রামের শিপু লস্কর, নিশ্চিন্ত গ্রামের
সায়েল আহমদ, খদ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদ, মুকিতলা গ্রামের জমাদ আহমদ, সুনামপুর ও ইসলামপুর গ্রামের এহসান, ফারুক মিয়া, আব্দুল করিম কাসেমী ও নালিউরি গ্রামের ময়নুল ইসলাম (কানিশাইল)
গত বছর একই ভাবে ১০ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করেছিল সংস্থাটি।
২০০২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চ্যারিটি রেজিস্টার্ড সংস্থাটি ইতিমধ্যে ঢাকাদক্ষিণ এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর জন্য ১৫০ শতক ভূমি দান, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অনার্স কোর্স চালু করার জন্য টাকা অনুদান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান ফটক নির্মাণে অর্থায়ন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, এবং ঢাকাদক্ষিণ এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ বিভিন্ন সময় গরিব দুস্থদের সাহায্য, চিকিৎসা সেবা ও সহযোগিতা করে যাচ্ছে এই সংস্থাটি ।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি মোঃ নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়ামিম রুহুল হোসেন দিদার এবং কোষাধ্যক্ষ মোঃ শামীম আহমদ কার্যকরী কমিটির পক্ষ থেকে যে সকল সদস্য এই পরিস্থিতিতে এলাকায় যাকাত এবং অনুদানের জন্য সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়াও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব রেজাউল আমিন দিলওয়ার সহ যারা বাংলাদেশে সহযোগিতা করেছেন তাদের সকলকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আগামীতেও এরকম মহতি কাজে সবাইকে এগিয়ে আসার জন্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।