শাহজালাল জামেয়ার ৯১’র প্রাক্তন শিক্ষার্থীদের ২১ তম মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১১,অপরাহ্ন ১১ আগস্ট ২০২৩ | সংবাদটি ৪৬০ বার পঠিত
আমীর খসরু, লন্ডন:
গত ৭ই আগস্ট সিলেট শহরের মীরা বাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজের ৯১ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মেলা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম আস্টন পার্কে অনুষ্ঠিত মিলনমেলার আয়োজক ছিলেন আনসারুল ইসলাম, মোহাম্মদ ছাদ আহমেদ এবং কাওসার আহমেদ।
প্রতি বছরের মত এবারও রফিকুজ্জামান শাহিন ও আনসারুল ইসলাম এর নেতৃত্বে বন্ধুত্বপূর্ণ জাঁকজমক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বৃটেনের বিভিন্ন শহর থেকে ৯১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন শফিক আব্দুল্লাহ।
টুর্নামেন্ট শেষে ছাদ আহমেদের বাসায় আপ্যায়ন অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন শিক্ষক মকবুল আলী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ৩৫ বছর পরে প্রিয় শিক্ষককে পাশে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি তার প্রিয় প্রাক্তন ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করেন।
মিলন মেলায় আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন, শামিম ইকবাল চৌধুরী, দুবাই থেকে রফিকুজ্জামান শাহিন, ডা: মোরশেদ সিদ্দিকী, গ্রান্ড সিলেটের পরিচালক ফখরুদ্দিন রাজি, সাপোর্টিং কেয়ার লিমিটেড এর সত্তাধিকারী মোঃ মুহিবুস সামাদ সবু, মোহাম্মদ নিজাম চৌধুরী, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আমির খসরু, মইনুল হুসেইন, সাজ্জাদুর রহমান, সুজায়েল আহমেদ দুলন ও ইফতেখার রাশিদ বাবু।
মিলন মেলার আয়োজকদের সকলেই ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এরকম আয়োজনের জন্য আহবান জানান।