লন্ডনে সংবর্ধিত হলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ শারফিন মুর্শেদ
প্রকাশিত হয়েছে : ১০:২৬:৩৫,অপরাহ্ন ০৩ আগস্ট ২০২৩ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন, লন্ডন:
ন্ডনে সফররত প্রাক্তন ছাত্রনেতা এবং যুক্তরাষ্ট্র কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ শারফিন মুর্শেদের সংর্বধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট বিভাগ সহ সিলেটের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনে সৈয়দ শারফিন মুর্শেদের অবদান আজও সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি শুধু ছাত্রনেতা ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিভাবক। ছাত্র ছাত্রীদের যে কোন প্রয়োজনে কাছে থেকে সহযোগিতা করেছেন।
গত ১ আগস্ট পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ তানজিলে এক বিশাল সংর্বধনার আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্রনেতা, কমিউনিটির প্রিয়মুখ ফারুক আহমেদ চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনা এবং জননেতা মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্টানের শূরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়ত করেন আব্দুল বাছিত রাফি।
পরিচিতি পর্বের পর ফুল দিয়ে অতিথিকে বরণ করেন সেলিম আহমেদ, তানহার তুহিন, কামরুল ইসলাম, সৈয়দ মাহফুজ এবং মাহফুজ আজিজ।
সংবর্ধিত অতিথিকে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ইমদাদ হোসেন টিপু, লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান, ব্যরিস্টার মিজানুর রহমান, সাংবাদিক তৌহিদ আহমদ, সাবেক কাউন্সিলার এহতেসামুল হক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, সংগঠক জামাল আহমেদ রেজা, আনোয়ার হুসেন, কাজি কবির, কাজি রুবেল, আহবাব হুসেন খান বাপ্পি, মৌলানা আবুল হাসনাত চৌধুরী, এম নাছির উদ্দিন প্রমুখ।বক্তারা সৈয়দ শারফিন মুর্শেদের অতীত এবং বর্তমান কাজের ভুয়সি প্রশংসা করেন। সভায় সকল রাজনৈতিক দলের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
রাতের খাবারের পর হাফিজ মাহফুজের দেশাত্মবোধক এবং আঞ্চলিক গান সভাকে মাতিয়ে তূলে।
সংবর্ধিত অতিথি সৈয়দ শারফিন মুর্শেদ তার বক্তব্যে উপস্থিত অনুষ্টান আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি দল ও মতের উর্ধে উঠে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য সৈয়দ শারফিন মুর্শেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গোলাপগঞ্জের এমসি একাডেমি, সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা শেষ করে পরিবার সহ স্থায়ী ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমান তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটি এবং মসজিদ পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করছেন।