ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার মতবিনিময় সভায় ঐক্যের সুর
প্রকাশিত হয়েছে : ১:৫৮:০৫,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২৩ | সংবাদটি ৭৪৮ বার পঠিত
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুলাই মঙ্গলবার চিলড্রেন এডুকেশন সেন্টারে সংস্থার সভাপতি নুর উদ্দিন শানুর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামীম দিদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরঅ্যান তেলাওয়াত করেন আজিজুর রহমান।
সভায় বার্মিংহাম, লেস্টার, ইপসুইচ, বেডফুট, লুটনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, সংস্থার সদস্য এবং মুরব্বীয়ানরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান আঙ্গুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, ইকবাল আহমদ চৌধুরী, খালেদ আজিম উদ্দিন জামাল, আমিনুর রশিদ খান, আজন উদ্দিন, এতোয়ার হুছাইন মুজিব, ওয়েছ আহমদ, গোলাম মনোয়ার খান বাবর, দেওয়ান নজরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল আহাদ জাফরী, আজিজুর রহমান, মাহবুব হোসেন প্রমূখ। সভায় ঢাকাদক্ষিণের ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার জন্য সকলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ খান, সদস্য সচিব আব্দুল বাছির, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার আহমদ শাহান এবং আনোয়ার শাহজাহান।
উল্লেখ্য আগামী ১৫ অক্টোবর সিলেট অন্যতম বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
পূর্ব লন্ডনের আট্রিয়াম বাংকুমোয়েটিং হলে বিকাল ৪টা হলে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, প্রীতিভোজসহ প্রাক্তন ছাত্র-শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করবেন।
গৌরবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতিবিজড়িত লেখা নিয়ে “গৌরবের ১২৫ বছর” নামে একটি উন্নতমানের বৃহদাকার স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। যে সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা রেজিস্ট্রেশন করবেন তাঁদের ছবি সহ পরিচিতিও থাকবে স্মারকগ্রন্থে।
সভায় উপস্থিত ছিলেন, নুর উদ্দিন শানুর মিয়া, জমির উদ্দিন আহমদ, আতাউর রহমান আঙ্গুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, আফজল হোসেন চৌধুরী, জামাল উদ্দিন আহমদ, হাফিজ রশিদ খান জুনু, ইকবাল আহমদ চৌধুরী, খালেদ আজিম উদ্দিন জামাল, মামুনুর রশীদ খান, জামাল উদ্দিন আহমদ, আমিনুর রশিদ খান, ইয়ামীম দিদার, রুহুল আমিন সেলিম, মো আজন উদ্দিন, দেওয়ান নজরুল ইসলাম, সেলিম আহমদ চাকলাদার, দেলওয়ার আহমদ শাহান, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, এতোয়ার হুছাইন মুজিব, মোহাম্মদ তমিজুর রহমান রঞ্জু, জামাল উদ্দিন নিজাম, ওয়েছ আহমদ, গোলাম মনোয়ার খান বাবর, সুহেল আহমদ, আব্দুল কাদির, রায়হান উদ্দিন, আসাদ উদ্দিন, রোসুম জসিম উদ্দিন, তাজুল ইসলাম, সুহেল আহমদ চৌধুরী, ফরিদ আহমদ, আব্দুল আহাদ জাফরী, সেলিম আহমদ, শিহাব উদ্দিন, জাকির হোসেন, আজিজুর রহমান, রেদওয়ান হোসেন রেজা, ছাদেক আহমদ, মো সাদিকুর রহমান, নজমুল ইসলাম, জসিম উদ্দিন আহমদ, লিকন আহমদ, মো মুকিতুর রহমান, এম এফ ইসলাম, জাকির আহমদ, জুবায়ের খান, নাসিফ শফিক, খালেদ আহমদ, তানিম খান, কামরুল ইসলাম, এন এম সুমন, দেলোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম, ইমরুল হোসেন, কামাল উদ্দিন, জাবেদ আহমদ, আকরাম হোসেন দারা, সাহেদ আহমদ, ফারুক মিয়া, কিশওয়ার এনাম লিটন, মাহবুব হোসেন, আহমেদ ইমতিয়াজ, আব্দুর রশিদ, ময়নুল ইসলাম, ইবরিয়া আহমদ, সুমন আহমদ, প্রমূখ।
এছাড়াও সংস্থার চেয়ারম্যান নুর উদ্দিন শানুর মিয়া, সাধারণ সম্পাদক ইয়ামীম দিদার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
রেজিস্ট্রেশনের জন্য উদযাপন কমিটির সাথে যোগাযোগ করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে । যোগাযোগ
DDKmlhs@gmail.com