সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সমিতির বাস পিকনিক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭:০১:৪১,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২২ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
জুয়েল সাদত :
“এসো মিলি সম্প্রিতীর বন্ধনে” এই স্লোগান কে সামনে রেখে সেন্ট্রাল ফ্লোরিডার বাংলাদেশ সমিতির তৃতীয় বাস পিকনিকে ছিল উচ্ছাসের মেলা। শহর থেকে দেড় ঘন্টা দুরত্বের সিলভার স্প্রিং গন্তব্যের বাস পিকনিক এ ছিল ২০০ পরিবারের উপস্থিতি।
২৬ নভেম্বর শনিবার অনুস্টিত বাস পিকনিকে চারটি বাস যোগে ২০০ পরিবার পিকনিকে যোগ দেন। সকাল ৮ টার মধ্যে সেন্ট্রাল ফ্লোরিডার নানা শহরের প্রবাসীরা শহরের তিনটি পয়েন্ট জড়ো হন।
সকাল ৯টায় চারটি বাস তিন জায়গা থেকে থেকে যাত্রা করে, বাস ছাড়ার পুর্ব মুহুর্তে সকলকে বাসে সকালের নাস্তা সার্ভ করা হয়। তারপর সকাল ৯টায় বাস যাত্রা করে দেড় ঘন্টা দুরত্বে সিলভার স্প্রিং স্টেট পার্কে গিয়ে পৌছায় ১১ টায়।
সিলভার স্প্রিং স্টেট পার্কের রিজার্ভ প্যাভিলিয়ন এ সবাই জড়ো হন। ২০০ জনের বিশাল বহর, ছোট বড় নানা বয়সী প্রবাসীদের মুড়ি ভর্তা ও আম ভর্তা পরিবেশন করা হয় পার্কে।
বাস পিকনিকে অনেকে গাড়ী নিয়ে যোগ দেন। সেখানে ছিল সংগীতময় দুপুর, মোহাম্মদ চৌধুরী রানা ও আলো আহমেদ এর ডুয়েট ও একক সংগীতানুষ্টান। রানা ও আলো আহমেদ জনপ্রিয় গান পরিবেশন করে আনন্দে ভরিয়ে তুলেন। দুপুরে খাবার পরিবেশন করা হয় ২ টায় ও সন্ধ্যায় ছিল পিঠার বক্স।
সিলভার স্প্রিং স্টেট পার্কে ট্রেইলে অনেকেই ঘোরাঘোরি করেন। স্টেট পার্কের চম্যকার লোকেশন সকল প্রবাসী দের আনন্দ দেয়।
ছিল নানা বয়সের বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল পিলো গেইম ও পুরুষদের বেলুন গেইম সহ নানা একিটিভিটিস সহ জমজমাট আসর। সুন্দর প্রকৃতির মাঝে প্রবাসীরা আনন্দ খুজে বেড়ান। বাংলাদেশ সমিতির তৃতীয় বারের বাস পিকনিকে এবারই প্রথম শুধু টেম্পা থেকে পুুরো এক বাস প্রবাসী উপস্থিত হন।
গল্প আড্ডায়, আনন্দে, খেলাধুলা, গান বাজনায় সেন্ট্রাল ফ্লোরিডার প্রবাসীরা মেতে ছিলেন।
সিলভার স্প্রিং স্টেট পার্কে আছে গ্লাস বটম বোট,কনও, ৫ মাইল কায়াক, প্যাডেল বোট ও সিলভার রিভার মিউজিয়াম। প্রবাসীরা বাস পিকনিকের জায়গাটাকে উপভোগ করেন। বিভিন্ন স্টেট থেকে মুভ করে আসা প্রবাসীরা এই বাস পিকনিকের মাধ্যমে সকলের সাথে পরিচিত হন।
সন্ধ্যায় নানা খেলাধুলার যারা বিজয়ী তাদের পুরস্কৃত করেন সামস শোভন, ইসহাক আলী,সগির মিয়া, জুয়েল সাদত,জাহেদ আলম,হেলাল আহমদ, আনোয়ার হোসেন সেন্টু, নাজিম উল্লাহ লিটন প্রমুখ।
যাদের পরিশ্রমে এই বাস পিকনিক সফল হয় তাদের মধ্য ছিলেন আনোয়ার হোসেন সেন্টু,নাজিম উল্লাহ লিটন, হেলাল আহমদ, সামস শোভন,নুরুল ইসলাম, শামীম মৃধা, ইসহাক আলী, মেহেদী বাবুল, মুরাদ হোসেন,আসিফ কাজী,সামসুদ্দিন, সাইদ আহমদ, জলি ভাবী, নিশি,আলো আহমদ লোপা, নাছিমা মৃধা কাজী,আবদুল জলিল, জাহাঙ্গীর সরদার,জুয়েল সাদত, জাহেদ আলম, মিষ্টি ভাবী প্রমুখ।
মোহাম্মদ চৌ রানা ও আলো আহমদ জনপ্রিয় সব গান পরিবেশন করেন পুরো পিকনিককে জমিয়ে রাখেন।