১৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে লন্ডন বাংলা সাহিত্য উৎসব
প্রকাশিত হয়েছে : ৫:২৩:১৪,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ৪৫১ বার পঠিত
আগামী ১৬ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের কবি নজরুল প্রাইমারি স্কুলে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে লন্ডন বাংলা সাহিত্য উৎসব।
আমাদের প্রতিদিন অনলাইন পোর্টালের আয়োজনে সাহিত্য উৎসবে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উম্মোচন, সাহিত্য আলোচনা এবং শিশুদের ছবি আঁকা। এছাড়াও আরো থাকবে নানাধরনের পিঠা স্টল এবং হ্রাস মূল্যে বই বিক্রির স্টল। অনুষ্ঠানটি বেলা ৩.৩০ ঘটিকা হতে রাত ৮.৩০ টা পর্যন্ত চলবে।
লন্ডন বাংলা সাহিত্য উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, স্টল বুকিং এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিচের ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আতাউর রহমান মিলাদ 07903 170243, ফারুক আহমদ 07944 633436, ময়নূর রহমান বাবুল 07506 515594, আবু মকসুদ 07506 515594, কাজল রশীদ 07949 788244, ইকবাল হোসেন বুলবুল 07447 921576, একেএম আব্দুল্লাহ 07930 914581, আনোয়ার শাহজাহান 07957 981636, মোশাহিদ খান 07872 615733, স্মৃতি আজাদ 07958- 334767, হেনা বেগম 07585 774749, শাহারা খান 07840 909719, নুরজাহান শিল্পী 07368 384278। লন্ডন বাংলা সাহিত্য উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে তায়িবা টিভি।