লন্ডনে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তজম্মুল আলী সম্বর্ধিত
প্রকাশিত হয়েছে : ১:১৬:৫৩,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ৫০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন, লন্ডনঃ লন্ডনে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তজম্মুল আলী তুতা মিয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মেধা ও সৃজনশীলতা দিয়ে অনেক দূর যেতে হবে। ইউনিয়নের উন্নয়ন, মানুষের সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখতে হবে এবং জনগণের ভালোবাসার প্রতিদান দিতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন স্ব-স্ব অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে গোলাপগঞ্জের উন্নয়নে এগিয়ে আসতে হবে, এটি আমাদের নৈতিক দায়িত্ব।
গত ২৬ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেন আমারগাঁও গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তজম্মুল আলী তুতা মিয়াকে প্রীতি সংবর্ধনা প্রদান করা হয়।
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মাহমুদ মিয়া মানিকের সভাপতিত্বে এবং মাহবুব চৌধুরীর উপস্থাপনায় সংবর্ধনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু সুফিয়ান। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জাকারিয়া।
লন্ডনে কমিউনিটি ব্যক্তিত্ব ও স্বজনদের ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান তজম্মুল আলী তুতা মিয়ার সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা, লেখক গবেষক ফারুক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি, লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা আব্দুল হালিম চৌধুরী।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, মুফিজুর রহমান চৌধুরী একলিল, হারুনুর রশিদ মুজিব, মামুনুর রশীদ মাসুম, কাওসার আহমদ, নজরুল ইসলাম, আব্দুল আহাদ, কবির চৌধুরী, আব্দুল আহাদ, মো এহছানুজ্জামান, মাসুম আহমেদ
প্রমুখ।
পরে পক্ষ থেকে ট্রাস্টের উপদেষ্টা এবং নবনির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যান তজম্মুল আলী তুতা মিয়াকে একটি ক্রেস্ট উপহার দেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ।