ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৪৯,অপরাহ্ন ২০ অক্টোবর ২০২১ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টকে সার্বজনীন ট্রাস্টে রুপান্তরিত করার অঙ্গীকার নিয়ে
ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলের পরিচিতি সভায় এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দরা বলেন, ট্রাস্টকে একটি বিশেষ গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করে পুরো গোলাপগঞ্জের মানুষদের হাতে ফিরিয়ে দিতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তারা আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রম জোরদার করার জন্য একটি দক্ষ ও অভিজ্ঞ প্যানেলকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।
গত ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পূর্ব লন্ডনের আনসাইন সেন্টারে ইছবাহ-বাছির-জয়নাল পরিষদের সমর্থনে দোয়াত কলম মার্কার প্যানেল পরিচিতি সভায় বক্তারা আরো বলেন, সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে।
সভায় ট্রাস্টিদের উল্লাস ও করতালির মাধ্যমে একে একে পরিচয় করিয়ে দেয়া হয় ‘ইছবাহ-বাছির-জয়নাল’ পরিষদের সকল প্রার্থীদের।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ গুলজার হোসেন। নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক নাজমুল হক নুরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিল্লুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল হোসেন।
সভায় ট্রাস্টের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। নির্বাচনে দোয়াত কলম মার্কার প্যানেলের চেয়ারপার্সন পদপ্রার্থী হলেন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জেনারেল সেক্রেটারী পদপ্রার্থী আব্দুল বাছির এবং ট্রেজারার পদপ্রার্থী জয়নাল আবেদীন (জয়নুল)।
এছাড়াও প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, ভাইস চেয়ারপার্সন আলহাজ্ব মোহাম্মদ শামসউদ্দিন সুবল, মোহাম্মদ আজিজুর রহমান, নজরুল ইসলাম, জবরুল ইসলাম (লনী), মৌলানা আশরাফুল ইসলাম এবং আব্দুল গণি। এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহআলম কাসেম, এসিস্ট্যান্ট ট্রেজারার জাকির হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি আবুল হোসেন, ট্রাস্টিশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি হাসান উজ-জামান, নির্বাহী সদস্য আলতাফ হোসেন বাইছ, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ তমিজুর রহমান (রঞ্জু), মোহাম্মদ আফরোজ মিয়া (শাহান) এবং মোসাম্মত সেলিনা বেগম রাণী।
সভায় প্যানেলের ৬টি অঙ্গীকারনামা তুলে ধরেন মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি এডুকেশন ট্রাস্টকে একটি সার্বজনীন ট্রাস্টে রুপান্তরিত এবং স্বাবলম্বী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ইছবাহ-বাছির-জয়নাল প্যানেলের অঙ্গীকারনামা হল;
১। হিলফুল ফুজুল’ বৃত্তি চালু করা হবে। প্রতি রমজানে গরিব ইয়াতিম ছাত্র-ছাত্রীদের জন্য চ্যারিটি ইফতার মাহফিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করে শিক্ষা সহায়তা প্রদান করা হবে।
২। ‘গ্রাজুয়েট’ বৃত্তি চালু করা হবে। মেধাবী ও আর্থিক ভাবে অসচ্ছল উচ্চতর শিক্ষার্থীদের জন্য মেয়াদকালীন সার্বিক সহায়তা প্রদান কল্পে কিস্তিতে অর্থ প্রদান করা হবে। এ জন্য বাৎসরিক চ্যারিটি ডিনারের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে।
৩। প্যানেল ভিত্তিক নির্বাচনকে সংস্কার করে ট্রাস্টের ঐক্য রক্ষার নিমিত্তে আধুনিক, যুগোপযোগী ব্যয় সাশ্রয়ী এবং সকল ইউনিয়নের প্রতিনিধিত্বশীল নির্বাচনী ব্যবস্থা প্রচলন করা করা হবে।
৪। ট্রাস্টের স্থায়ী আয় ও সম্পদ বৃদ্ধির লক্ষে সিলেট শহরে ‘GUET Business Complex’ স্থাপন করা হবে। যার মাধ্যমে ট্রাস্ট কে একটি আর্থিক সাবলম্বি প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেয়া হবে।
৫। গোলাপগঞ্জের যে কোনো সুবিধাজনক স্থানে ‘GUET Educational Complex’ স্থাপনের উদ্দোগ গ্রহন করা হবে। যাহা হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান ।
৬। প্রতিটি প্রাইমারি স্কুলে ‘GUET Play Ground’ নির্মাণের চলমান উদ্যোগ বাস্তবায়ন করা হবে । স্কুল বিমুখ শিশুদের স্কুলমুখী করার জন্য এ উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন, ছিফত আলী আহাদ, মো: নুর উদ্দিন শানুর, আতাউর রহমান আংগুর মিয়া, মোহাম্মদ শামীম আহমদ, মোহাম্মদ সামসুল হক, আবজল হোসেন, মাইজউদ্দিন আহমদ, ফখর উদ্দিন, রফিক উদ্দিন মাসুক, রুহুল কুদ্দুস জুনেদ, মাহমুদুর রহমান শানুর,দেওয়ান নজরুল, ফারুক উদ্দিন আহমদ, এমদাদ হোসেন টিপু, আরেফ মনজুর চৌধুরী, মিছবাহ জামাল, মহিউদ্দিন ফয়েজ, হানিফ উদ্দিন, সফিক উদ্দিন, মোসলেহ উদ্দিন, তাজুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, দিলওয়ার হোসেন, দেলওয়ার আহমদ শাহান, আনোয়ার শাহজাহান, শাহরিয়ার আহমদ সুমন, মারুফ আহমদ, আবুল ফয়েজ, ইসলাম উদ্দিন, সালাউদ্দিন, সিদ্দিকুর রহমান, গুলজার হোসেন, আব্দুল বাছিত সেলিম,ফজলুল হক ফজলু, আনোয়ার উদ্দিন পংকি, বেলাল আহমদ মাদারী, সাব উদ্দিন, টিপু আহমদ, ইকবাল হোসেন,আমিনুল হক জিলু,সোনামিয়া জগলু, তৌফিক আহমদ টিটু, মাসুদ আহমদ, কয়েছ আহমদ রোহেল, মিছবাহ মাছুম, জামাল খালেদ, রাসেল আহমদ জুয়েল, নজরুল ইসলাম ডালিম, আলী আহমদ, রেজাউল করিম খান, আলী হোসেন, আরিফুল ইসলাম,সাইফুল ইসলাম, কারুজ্জামান কামরান, সাবলু আহমদ, সালেহ আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, দেলোয়ার হোসেন প্রমুখ।
#বিস্তারিত_আসছে