চিরনিদ্রায় হাজী আফতাব আলী
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:২০,অপরাহ্ন ০৩ মার্চ ২০২১ | সংবাদটি ১০৪৫ বার পঠিত
গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং গোয়াসপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী কুতুব আলী সাহেবের প্রথমপুত্র,হেল্থ ইন্সপেক্টর হাজী আব্দুল মুক্তাদির ও লেখক-গবেষক ফারুক আহমদের বড়ো ভাই হাজী আফতাব আলী তিনির নিজ বাড়ীতে দুপুর ১২:৩০ মৃত্যুবরণ করেছেন।ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন।তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন নগরীর রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনির জানাযা আজ রাত ৮:৩০সময় গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে।তিনির মৃত্যুতে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন সমাজবিজ্ঞানী,কবি ড.রেণু লুৎফা,লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান,নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার বদরুল হক,শিক্ষক ও লেখক আনোয়ার হোসেইন,ডা.আখতার হোসেইন,সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদ হাফিজুল ইসলাম প্রমুখ।