জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৫৪,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪০৮ বার পঠিত
গত ৩০ জানুয়ারি ২০২১ জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। আবরার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান, সদস্য আরিফুল হক, দয়ামীর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজি হিরন মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির মোহন, ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়া সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।
উপস্থিত সকলেই জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র ভুয়সী প্রশংসা করে বলেন মানবসেবায় মহত এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে।
এদিকে জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সভাপতি শামীম আহমদ, সাধারন সম্পাদক আব্দুল বাছির, ট্রেজারার সরওয়ার খান সহ জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পুরো অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলো নেক ফাউন্ডেশন ইউকে।