ঢাকাদক্ষিণের ইয়ামীম দিদার গিল্ডফোর্ডের মেয়র পুরস্কার পেলেন
প্রকাশিত হয়েছে : ১:১১:২৫,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২০ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
ইয়ামীম দিদার কমিউনিটিতে অবদানের জন্য গিল্ডফোর্ডের মেয়র রিচার্ড বিলিংটন কতৃক মেয়র অ্যাওয়ার্ড পেয়েছেন।
ইয়ামিম দিদার দীর্ঘদিন থেকে কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
দ্যা রয়্যাল সারে কাউন্টি হাসপাতালের তহবিল সংগ্রহ করতেও তিনি সহায়তা করেছেন। লকেল কমিউনিটির কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার সমাজসেবামূলক কাজে স্থানীয় জনগোষ্ঠীরও সমর্থন রয়েছে।
এছাড়াও তিনি বাংলাদেশে “পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র” এর জন্য তহবিল সংগ্রহ করতেও সহায়তা করেছেন।
ইয়ামীম দিদার বৃটেনে বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত। তিনি গিল্ডফোর্ড মুসলিম এডুকেশন এন্ড কালচারার ট্রাস্ট এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন (ইউকে) এর মেম্বারশিপ সেক্রেটারি, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্য।
ইয়ামীম দিদার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শফিক উদ্দিন আহমেদও ছিলেন একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী।