গোলাপগঞ্জে নাছির বিড়ি ও নগদ টাকাসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১:৩০:৪৪,অপরাহ্ন ১২ জুলাই ২০২০ | সংবাদটি ৭২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র আবজাল হোসেন (৩৮)।
রবিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্থানীয় পুরকায়স্থ বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২১ হাজার শলকা নাছির বিড়ি ও নগদ ৪০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি জানিয়ে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।