সিলেটে ট্যাঙ্কলরি নেতা হত্যায় মামলা দায়ের , আটক ১
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:২৭,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৫৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, শনিবারের মধ্যে সকল খুনিদের গ্রেফতার করা না হলে রবিবার থেকে দেশব্যাপী অবরোধের হুমকি দিয়েছে ট্যাঙ্কলরি শ্রমিকরা।
শনিবার (১১ জুলাই) মৃতের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে সকল খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার (১২ জুলাই) থেকে সারা দেশে অবরোধের ডাক দেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সকগুলো প্রবেশদ্বারে রাস্তার ওপর ট্যাংকলরি এলোপাতাড়ি রেখে রাস্তা অবরোধ করে রেখেছেন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা নোমান আহমদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।