ঈদকে সামনে রেখে জাল নোটের ছড়াছড়ি, গোলাপগঞ্জে ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ১১:১৯:১৭,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৬১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে করোনা মহামারির এ দুর্যোগের সময়ও থেমে নেই জাল টাকা ছড়াছড়ির প্রতারকচক্র। প্রতি বছরই ঈদ আসলে এ চক্রটি সক্রিয় হয়ে উঠে।
এমন এক চক্রের সন্দান পেয়ে সিলেটের গোলাপগঞ্জ থেকে দুইজনকে আটক করে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০১ টি জাল নোট উদ্ধার করে।
আটককৃতরা হচ্ছে উপজেলার বুধবারীবাজার ইউপির লামা চন্দ্ররপুর গ্রামের মৃত আবদাল আলীর পুত্র সিরাজ উদ্দিন (৭৪) ও মৃত আরফিজ আলীর পুত্র মো. রিয়াজ উদ্দিন (৫৪)।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবারীবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত জাল নোটসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।