সিলেটে দুর্বৃত্তদের হামলায় ট্যাঙ্কলরি নেতা খুন, সড়ক অবরোধ!
প্রকাশিত হয়েছে : ৮:১৬:০৫,অপরাহ্ন ১০ জুলাই ২০২০ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন সিলেট বিভাগ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০)।
এ খবর ছড়িয়ে পড়লে রাতের আঁধারে টায়রার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন ট্যাঙ্কলরি শ্রমিকরা।
ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা এলাকার আবিল হোসেনের পুত্র।
শুক্রবার (১০ জুলাই) রাত সোয় ১০ টার দিকে বাবনা পয়েন্টে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতের শিকার হন ইকবাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে বা কারা হামলা করেছে তা এখনও জানাযায়নি।
এদিকে, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের খুনের ঘটনা ছড়িয়ে পড়লে সিলেট ও আশপাশের শ্রমিকরা হুমায়ূন চত্বর ও চন্ডিপুল এলাকায় জড়ো হয়ে টাওয়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। রাত ১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রয়েছেন।