এবার পুড়লো আমেরিকার ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য!
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:১১,অপরাহ্ন ০৯ জুলাই ২০২০ | সংবাদটি ৪৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: স্লোভেনিয়ায় নিজ শহরের পাশে স্থাপিত যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের ভাস্কর্যটি পুড়ে ফেলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।
ভাস্কর্যটির শিল্পী ব্র্যাড ডাউনি জানান, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন দগ্ধ ভাস্কর্যটি সরিয়ে নেন বার্লিনভিত্তিক ভাস্কর ডাউনি। তবে কে বা কারা এ কাজটি করেছে তা জানা যায় নি।
রয়টার্সকে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখছেন তারা। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
ধারণা করা হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বর্ণবিদ্বেষী অনেক ব্যক্তিত্বের ধ্বংস করে আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে সেন্ট্রাল স্লোভেনিয়ার সেভনিকা শহরের পাশে মেলানিয়ার ভাস্কর্যটিও পুড়িয়ে ফেলা হতে পারে বলে ।
মূর্তিটি দণ্ডায়মান করা হয় ২০১৯ সালের জুলাইয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন যে নীল রঙের কোট পরেছিলেন সেই আদলেই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।