গোলাপগঞ্জে চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলো আব্দুল মতিন-ছায়া খাতুন ট্রাস্ট
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:২২,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে করোনা রোগীদের নিরাপদে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনগণকে সেবা দিতে উপজেলা পরিষদের কর্মকর্তাদের ব্যবহারের জন্য পিপিই প্রদান করেছে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্ট।
বুধবার (৮ জুলাই) পৃথক অনুষ্ঠানে উপজেলা পরিষদে ১০ টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি পিপিই বিতরণ করা হয়। ট্রাস্টের পক্ষে পিপিইগুলো হস্তান্তর করেন মেহেদী তাহমিদ।
উপজেলা পরিষদের পক্ষে পিপিইগুলো গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা শীলা, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব (মছন মিয়া), ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, সাবেক প্রধান শিক্ষক সাদিকুর রহমান, গোলাপগনঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক হারিছ আলী, গোলাম দস্তগীর খান ছামীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মুজাম্মিল আহমদ, হাফিজ আবুল ফজল রেজওয়ান, নাসিম আহমদ রাব্বি, তাহমিদ সিদ্দিকী, শাহরিয়ার হাসনাইন নাফি, সালমান কাওসাইন শাওন প্রমুখ।
এদিকে, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে পিপিই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব (মছন মিয়া), ডা. শাহনেওয়াজ রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক সাদিকুর রহমান প্রমুখ।