পিপিই পড়ে দোকানে ডাকাতি!
প্রকাশিত হয়েছে : ৬:২০:০৪,অপরাহ্ন ০৭ জুলাই ২০২০ | সংবাদটি ৪২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে নিজের সুরক্ষা নিশ্চিত করতে পিপিই পরে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এই পিপিই পরেই ডাকাতির ঘটনা ঘটেছে ভারতে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘটনার দেখার পর হতভম্ব পুলিশ।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভেঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লুঠ করে পালিয়ে যায় ডকাতের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডাকাত। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস- কোনো কিছুরই অভাব নেই। ফলে সিসিটিভি দেখে কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি।
তদন্তকারীদের ধারণা, এই সময়ে মহারাষ্ট্রের রাস্তাঘাটে পিপিই কিট পরে রাতে একদল লোক গেলেও কেউ সন্দেহ করবে না। পুলিশকর্মীদেরও খটকা লাগবে না। সেই সঙ্গে সিসিটিভিতে কিছু বোঝাও যাবে না। তাই দেখেই এমন ফন্দি এঁটেছে ডাকাতের দল। তারপর ডাকাতি করে নিয়ে যায় সোনার গয়না।