সিলেটে বাংলাভাষী’র বর্ষপূর্তি অনুষ্টানে কেক কাটলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
প্রকাশিত হয়েছে : ১০:৩১:০০,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৯৯ বার পঠিত
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিদেশের মাটিতে বাংলা সাংবাদিকতা আমাদের দেশের মুখ উজ্জল করছে। দেশের সম্ভাবনাকে বহির্বিশ্বে তুলে ধরতে এসব পত্রিকা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বিশেষ করে বাংলাভাষীও সে ধারাকে আরো এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসের সভাকক্ষে যুক্তরাজ্য থেকে প্রকাশিত অনলাইন দৈনিক বাংলাভাষী’র দ্বিতীয় বর্ষে পদার্পণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলমের সঞ্চালনায় এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, উত্তরপূর্ব প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশিরুদ্দিন. দৈনিক সবুজ সিলেট এর উপ সম্পাদক আ ফ ম সাইদ, সিলেট জেলা জাসদের সেক্রেটারী কে এ কিবরিয়া চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্দ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল, ক্রিড়া লেখক সমিতির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান। এছাড়া সিলেটের সাংবাদিকদের মধ্যে উপস্থিত আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইকবাল মনসুর, দুলাল হোসেন, নাজমুল কবির পাবেল,ইকবাল মুনসি, এ এইচ আরিফ, কয়েছ আহমদ, গুলজার আহমদ, মামুন হাসান, কুমার গণেশ পাল, জুমান আহমেদ, মাহমুদ হোসেন, একরাম হোসেন, নুরুল ইসলাম,আবু বকর,, এনএইচ শিপু, আব্দুল মুমিন ইমরান, ইদ্রিস আলী, এটিএম তুরাব, শিপন আহমদ, সাদিকুর রহমান, পাপিয়া সুলতানা শিউলী প্রমুখ।
আগামি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাংলাভাষী’র বর্ষপূতির্তে সিলেট নগরীর আলী আমজদের ঘড়ি ঘরের পাশ থেকে এক শোভাযাত্রা বের হবে বলে অনুষ্টানে জানানো হয়।