পূর্বের ন্যায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন গোলাপগঞ্জ থানার নবাগত ওসি
প্রকাশিত হয়েছে : ৩:১৮:৩০,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৭৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পূর্বের ন্যায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।
মাথা ঠাণ্ডা রেখে ঘটনা পর্যবেক্ষণ করেই যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবে পুলিশ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই পুলিশ-সাংবাদিক একযোগে গোলাপগঞ্জের আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করার প্রত্যাশা আশা করেছেন তিনি। তিনি বলেন, এরআগেও এ থানায় কিছুদিন কর্মরত ছিলাম, পূর্বে যেভাবে আপনারা (সাংবাদিক) আমাকে সহযোগিতা করেছেন, আমি আশা করি আগামীতেও সহযোগিতা করে যাবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়ে থানায় যোগদানের রাতে নিজ কার্যালয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে নবাগত ওসি হারুনুর রশিদ চৌধুরী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রতন মনির চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধক্ষ জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, মো. হারুনুর রশিদ চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদানের মধ্যে দিয়ে চাকরি জীবন শুরু করেন। এর আগেও কিছুদিন তিনি গোলাপগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। এরপর জৈন্তা থানায় ২ বছর, ছাতক থানায় ৬ মাস, সুনামগঞ্জ সদর থানায় ২ বছর, জগন্নাথপুর থানায় ২ বছর ১ মাস ১৭ দিন ও সর্বশেষ দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১ বছর ১ মাস ২৩ দিন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকাবস্থায় গোলাপগঞ্জ থানায় ফের যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।