লন্ডনে করোনা প্রতিষেধক মেডিসিন ফ্রি দিচ্ছেন সাংবাদিক সৈয়দ নাদির
প্রকাশিত হয়েছে : ১:৩১:১০,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ১০১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাজ্যে বিনামূল্যে মিলছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত করোনা ভাইরাসের প্রতিষেধক হোমিওপ্যাথি মেডিসিন “আর্সেনিক এলবাম”।
আর করোনার প্রতিষেধক এ মেডিসিনটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবাসরত হোমিওপ্যাথি চিকিৎসক, সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নাদির আহমদ।
তাঁর কাছ থেকে গত ৩ সপ্তাহে প্রায় শতাধিক মানুষ করোনা প্রতিষেধকের এ মেডিসিন গ্রহণ করেছেন। এদেরমধ্যে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সোমালিয়ান, ইরানি, ইউরোপিয়ান, ইংলিশ সহ বিভিন্ন কমিউনিটির মানুষ রয়েছেন।
বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব ও ইংরেজি শিক্ষক শাকিরুর রহমান চৌধুরী শাহীন জানান, এ হোমিওপ্যাথি মেডিসিন সেবনে অভাবনীয় সফলতা এসেছে। আমার ভাতিজি এন এইচ এস এর একজন নার্স। সে করোনা ভাইরাসের শুরু থেকেই শত শত রোগীকে সেবা দিয়ে আসছে। প্রথম থেকেই সে আর্সেনিক এলবাম মেডিসিন সেবন করেছিলো তাই তার সহকর্মীদের অধিকাংশ ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ সে এখনো সুস্থ রয়েছে।
একইভাবে অনুভূতি প্রকাশ করেছেন সোমালিয়ান নার্স রেবেকা আম্মান ও আরেক ইরানি ডাক্তার আব্দুল্লাহ হাবিব।
জনস্বার্থে মেডিসিনটি সম্পূর্ণ বিনা মূল্য প্রদান করছেন আহমদ হোমিওপ্যাথি এন্ড হিজামা সেন্টার বার্নিংহাম এর পরিচালক সৈয়দ নাদির আহমদ।
মেডিসিন সংগ্রহের জন্য 07577990835 নাম্বারে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।