এবারের হজ শুধুমাত্র সৌদিতে বসবাসকারীদের জন্য!
প্রকাশিত হয়েছে : ১০:২৬:৫০,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৬১৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে পালিত হবে এবারের হজ।
বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবে না। তবে, দেশের ভেতরে থাকা ভিন দেশিরাও সীমিত আকারে হজ পালন করতে পারবেন।
সোমবার (২২ জুন) হজ কর্তৃপক্ষ জানায়, দেশের ভেতরের জনগণ সীমিত আকারে হজ পালন করতে পারবেন। সৌদিতে অবস্থানকারি ভিন দেশের মুসল্লিরাও হজে অংশ নিতে পারবেন বলেও জানানো হয়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রক জানিয়েছে, করোনভাইরাস মহামারী থেকে চলমান হুমকির কারণে এবং “বিশ্ব জনস্বাস্থ্য” সংরক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় সামাজিক দূরত্বের প্রোটোকল পর্যবেক্ষণ করার সময় জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে নিরাপদে হজ পালন করা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তারা বলেছে যে সৌদি আরবের সর্বোচ্চ অগ্রাধিকার হ’ল মুসলিম হজযাত্রীরা নিরাপদে ও সুরক্ষিতভাবে হজ ও ওমরাহ করতে পারে
এর আগে করোনার কারণে ওমরাহ হজ স্থগিত করে সৌদি সরকার। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।