নবীগঞ্জে করোনার মধ্যে হাজারও দর্শক নিয়ে ফুটবল টুর্নামেন্ট!
প্রকাশিত হয়েছে : ৯:১০:২৪,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ১৭৬৯ বার পঠিত
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা:: হবিগঞ্জের নবীগঞ্জে করোনা মহামারির মধ্যেও হাজারও দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৯ জুন) ফাইনাল খেলা উপভোগ করতে জড়ো হয় হাজারো ফুটবলপ্রেমী। এখানে ছিলো না স্বাস্থ্যবিধি মানার বালাই।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি। ৮ দিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ১০টি দল। পুরস্কার ছিল সোনার নৌকা-বৈঠা।
এদিকে করোনা পরিস্থিতির মাঝে বিশাল এই ফুটবল খেলার আয়োজন নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সচেতন মহল।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ঘটনাটি শোনার পরই পুলিশ পাঠিয়ে খেলা বন্ধ করে দেয়া হয়েছে। সেইসাথে আয়োজকদের খুঁজে বের করে আইনের আওতার আনার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।